ঢাকা   শুক্রবার
১০ অক্টোবর ২০২৫
২৪ আশ্বিন ১৪৩২, ১৬ রবিউস সানি ১৪৪৭

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪১, ৯ অক্টোবর ২০২৫

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ একাডেমি তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোবেল কমিটি জানিয়েছে, তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে, যা অ্যাপোক্যালিপ্টিক আতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করে। 

রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন লেখক লাসলো।

মধ্য ইউরোপীয় মহাকাব্যিক লেখক-ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত লাসলো। তার সাহিত্যকর্মে বিশ্বখ্যাত সাহিত্যিক কাফকা থেকে শুরু করে থমাস বার্নহার্ডের মতো লেখকদের ছাপ পাওয়া যায়।