ঢাকা   সোমবার
২০ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

নৌ পুলিশের অভিযানে কোটি টাকার সার উদ্ধার, গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৭, ২০ অক্টোবর ২০২৫

নৌ পুলিশের অভিযানে কোটি টাকার সার উদ্ধার, গ্রেপ্তার ৩

নৌ পুলিশের টানা অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ৬ হাজার ৩৪০ বস্তা লুণ্ঠিত সার উদ্ধার করা হয়েছে। এ সময় সার বহনকারী বাল্কহেড জব্দসহ জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (১৭ অক্টোবর) থেকে আজ রবিবার (১৯ অক্টোবর) পর্যন্ত অভিযানের অংশ হিসেবে এই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ সদর দপ্তর।

গ্রেপ্তাররা হলেন মূল হোতা আলমগীর (৩৬), অপর মাস্টারমাইন্ড জসিম উদ্দিন (৩৭) এবং এজাহারভুক্ত আসামি মো. আবদুর রহিম খান (৪৩)।

নৌ পুলিশ জানায়, গত ৮ অক্টোবর সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুর ঘাট থেকে বাল্কহেড এমবি হাসান নৌ পরিবহনযোগে ৬৩৪০ বস্তা সার (প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৩১৭ মেট্রিক টন) সুনামগঞ্জের বিএডিসি গোডাউনের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিটি বস্তার বাজারমূল্য ধরা হয়েছে ১৪৫০ টাকা, মোট মূল্য প্রায় এক কোটি টাকা। সারবোঝাই বাল্কহেডটি একই দিন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মানিকনগর ঘাটে নোঙর করে। ইঞ্জিন বিকল হওয়ার অজুহাতে বাল্কহেডটি পরের দিনও ওই স্থানে অবস্থান করে।

পরে ১০ অক্টোবর ভোরে বাল্কহেডটি পুনরায় যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর মেঘনা নদীতে গতি কমিয়ে দিলে একটি ট্রলার এসে বাল্কহেডটির সঙ্গে রশি দিয়ে বাঁধে এবং ট্রলারে থাকা দুই ব্যক্তি বাল্কহেডে উঠে যায়। তারা বাল্কহেডে থাকা সার ডিলারের এজেন্টকে হাত-মুখ বেঁধে ভয়-ভীতি প্রদর্শন করে ট্রলারে তুলে নিয়ে যায়। এরপর বাল্কহেডটি অন্যত্র সরিয়ে ফেলা হয় এবং বিকেলে নরসিংদীর রায়পুরা থানার আব্দুল্লাহর চর এলাকায় এজেন্টকে মারধর করে নদীর তীরে নামিয়ে দেওয়া হয়।

তারপর থেকে বাল্কহেডের স্টাফদের সঙ্গে সার ডিলার বা অফিসের কেউ যোগাযোগ করতে পারেননি। সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সূত্র আরো জানায়, ঘটনার পর নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের নির্দেশে এবং নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে একাধিক টিম অভিযান চালায়। প্রথাগত পুলিশিং ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নবীনগর থানাধীন নোয়াগাঁও বাজারসংলগ্ন তিতাস নদীর শাখা দেওজুড়ী খাল এলাকা থেকে বাল্কহেডসহ লুণ্ঠিত সার উদ্ধার করা হয়। স্থানীয় একটি গোডাউন ও নদীতীরবর্তী এক বাড়ি থেকেও উদ্ধার করা হয় বেশ কিছু বস্তা সার।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর নরসিংদী রায়পুরা থানায় ১২ অক্টোবর একটি নিয়মিত ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।