প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের আগ পর্যন্ত যে ঐক্য এবং শক্তি নিয়ে আমরা শত্রুর মোকাবিলা করেছি, আমাদের ছাত্র-জনতা বুক পেতে দিয়ে, জীবন দিয়ে ত্যাগ করেছে, সেই ঐক্যে কোনও চিড় বা ফাটল ধরেনি। আমরা এখনো ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ এবং ঐক্যবদ্ধ আছি।
বুধবার (৪ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা সেই জাতি যারা ৫ আগস্ট স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়েছি। সেই জাতি আজও সজাগ এবং ঐক্য মজবুত রয়েছে, এবং এই ঐক্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই।’
তিনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশে বলেন, “কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি। আমরা ঠান্ডা হইনি, বরং আগের মতোই দৃঢ় রয়েছি। ঐক্যবদ্ধ হয়ে আমরা যে স্বৈরাচারী শাসককে বিদায় দিয়েছিলাম, সেই ঐক্য আজও আমাদের মধ্যে টিকে আছে।”
প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্রে সংলাপের উদ্দেশ্য নিয়ে বলেন, "একত্রে বসে আমরা সারা দুনিয়াকে জানাচ্ছি যে, আমাদের ঐক্য শক্তিশালী রয়েছে। আমাদের জাতি মরে যায়নি, দুর্বল হয়নি; আমরা শক্তিশালী আছি।"
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফিরে পাওয়া হয়েছিল, এবং এটি কেউ ছিনিয়ে নিতে পারবে না। “আমাদের স্বাধীনতা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, যতই ষড়যন্ত্র বা অপপ্রচার করা হোক না কেন। আমাদের রক্ত এখনও শুকায়নি। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখা রয়েছে, তা মুছে যায়নি, এখনও তাজা। আমরা সেই জাতি, যারা লড়াই করতে জানে।”
রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, "প্রত্যেক দেশে বিভিন্ন মতাদর্শ ও পথ থাকে, কিন্তু দেশের স্বার্থে আমাদের মধ্যে কোনও মতবিরোধ নেই। ৫ আগস্টের পর থেকে একত্র হয়ে চলার যে ঐক্য ছিল, তা আজও অটুট এবং ভবিষ্যতেও থাকবে।"
এই বক্তব্যে তিনি দেশের স্বাধীনতা ও জাতির ঐক্যের গুরুত্ব তুলে ধরে, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান।























