কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবিতে প্রশাসক নিয়োগ চায় বর্তমান কমিটি। জুলাই বিপ্লব উত্তর পরবর্তীত পরিস্থিতে কমিটির পক্ষে কাজ করা সম্ভব নয় জানিয়ে সমাজসেবা অধিদপ্তররে এই আবেদন করা হয়। আবেদনে জানানো হয় গেল ২৩ নভেম্বর কেআইবির একটু কার্যকরি জরুরী সভায় সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ করা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত হয়।
২০২২ সালে ৩ নভেম্বর হাইকোর্টের একটি আদেশ অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর বর্তমান কার্যকরি কমিটিকে বাতিল ঘোষণা করে
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি জাতীয় বৃহৎ পেশাজীবী সংগঠন। এই সংগঠনের প্রায় ৩৫ হাজার সদস্য রয়েছে। সংগঠনটির সদস্যবৃন্দ নিরলস প্রচেষ্টার মাধ্যমে সামাগ্রিক কৃষি উন্নয়নে অনন্য অবদান রেখে চলছে।
এছাড়া কৃষিবিদদের অধিকার এবং মর্যাদা সমুন্নত রাখতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ভূমিকা রেখেছেন। দেশের বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কার্যক্রম সুষ্ঠভাবে ও কৃষিবিদদের প্রত্যাশা অনুযায়ী পরিচালনা করা সম্ভব হচ্ছে না। নতুন ভাবে প্রশাসক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।























