ঢাকা   রোববার
১৮ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২, ২৮ রজব ১৪৪৭

বিশ্ব ইজতেমার কারণে পেছাল ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৫, ১৪ নভেম্বর ২০২৪

বিশ্ব ইজতেমার কারণে পেছাল ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা

বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ১৫ দিন পিছিয়েছে। আজ বুধবার ঢাবি সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। তিনি জানান, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ওই দিন চারুকলা ইউনিটের পরীক্ষা হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৫ জানুয়ারি। ব্যবসায় শিক্ষা ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া, আইবিএর ভর্তি পরীক্ষা হবে ৩ জানুয়ারি।