বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সুবিধা ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এর ফলে আমদানিতে আমদানিকারকদের এক টাকাও আর শুল্ক দিতে হবে না।
বুধবার বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতো দিন পেঁয়াজ আমদানিতে ৫ ভাগ কাস্টমস শুল্ক ও ৫ ভাগ রেগুলেটরি শুল্ক ছিল। এ প্রজ্ঞাপনের মাধ্যমে এসব শুল্ক ছাড় পেলেন আমদানিকারকরা। এতে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগ তৈরি হলো।
এর আগে গত সেপ্টেম্বরে দাম কমাতে পেঁয়াজ, আলু ও ডিমের আমদানি শুল্ক প্রত্যাহারে এনবিআরকে প্রস্তাব দেয় বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে ট্যারিফ কমিশন জানায়, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৬ থেকে ২৭ লাখ টন। স্থানীয় উৎপাদনের মাধ্যমে এ চাহিদার ৭৫ থেকে ৮০ শতাংশ পূরণ করা সম্ভব হয়, বাকিটা পূরণ হয় আমদানির মাধ্যমে।
সবশেষ দাম কমাতে চালের ওপরও শুল্ক কমানোা হয়। যদিও শুল্ক প্রত্যাহারের পরও বাজারে এসব পণ্যের দাম কমছে না। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ সর্বোচ্চ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা এক মাস আগে ১১৫ টাকা ছিল।























