
রাজবাড়ীর গোয়ালন্দে একটি বাঘাইড় মাছ ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে। ২৯ কেজি ওজনের ওই মাছটি ধরা পড়ে গতকাল বুধবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লামালতি এলাকায় পদ্মা নদীতে জেলে কবির হোসেনের জালে।
পরে ওই জেলের কাছ থেকে বাঘাইড়টি কিনে ঢাকার এক শৌখিন মাছ ক্রেতার কাছে বিক্রি করেন গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ।