
আজ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এই বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে।
এছাড়াও, আজ সারাদেশের আবহাওয়া আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টির কারণে গরমের অনুভূতি কিছুটা কম থাকতে পারে। এদিকে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি অক্ষরেখাটি বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় নদী অববাহিকা অঞ্চলে নৌ চলাচল এবং কৃষকদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ভারী বর্ষণের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।