ঢাকা   মঙ্গলবার
১৬ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

মৌসুমি বায়ুর সক্রিয়: টানা বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২২, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মৌসুমি বায়ুর সক্রিয়: টানা বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ সময় আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। সোমবার (১৫ সেপ্টেম্বর) দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী চার দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। দেশের অন্যান্য বিভাগেও মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কখনো সামান্য বাড়তে আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই টানা এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

সর্বশেষ