ঢাকা   বুধবার
১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রাহায়ণ ১৪৩২, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ মৌখিক পরীক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪১, ১৮ নভেম্বর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ মৌখিক পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের বিবিএ (প্রফেশনাল) তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের মৌখিক পরীক্ষা আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে গতকাল (সোমবার) এই নতুন সময়সূচি ঘোষণা করেছেন।

এতে বলা হয়েছে, এই মৌখিক পরীক্ষার নম্বর ইএমএস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। নতুন পদ্ধতিতে এখন কেন্দ্রগুলো থেকে সরাসরি নম্বর এন্ট্রি করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কলেজগুলোকে তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড কেন্দ্রকে সরবরাহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার বিল জমা দেওয়ার জন্যও নতুন একটি অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষকদের বিল http://103.113.200.36/  এই ওয়েব ঠিকানা থেকে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এই তারিখের পরে কোন বিল গ্রহণ করা হবে না। বিল জমা দেওয়ার জন্য কলেজগুলোর নিজস্ব জিমেইল অ্যাড্রেস থাকতে হবে।

এছাড়া বিল এন্ট্রি করার পর তথ্য কনফার্ম করে ডাউনলোড করা প্রতিবেদন অধ্যক্ষের সইসহ উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে জমা দেওয়ার কথাও বলা হয়েছে।