ঢাকা   বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

বড় সুখবর পেলেন সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৬, ১১ নভেম্বর ২০২৫

বড় সুখবর পেলেন সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকরা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল বিদ্যমান ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। গত সোমবার (১০ নভেম্বর) এ বিষয়ে সম্মতি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের (বাস্তবায়ন-১ শাখা) সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়—সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন উন্নীতকরণে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির ভিত্তিতে ১০ম গ্রেড কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, উন্নীত বেতন গ্রেড ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী পদ পূরণযোগ্য যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কার্যকর হবে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৭ অক্টোবর ২০২৫ তারিখের স্মারক (নং ০৫…১৩-১০৭) এবং অর্থ বিভাগের ২৮ জুলাই ২০২৫ তারিখের স্মারক (নং ০৭...১২-৪১২)-এর সকল শর্ত প্রতিপালন করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বেতন উন্নীতকরণের মঞ্জুরি আদেশ (জি.ও) প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জারি করতে হবে এবং ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক পৃষ্ঠাংকন শেষে তা বাস্তবায়ন করা যাবে।

সবশেষে নির্দেশনায় উল্লেখ করা হয়, এই প্রক্রিয়ায় বিদ্যমান বিধি-বিধান ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সর্বশেষ