ঢাকা   বুধবার
১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৭

গুচ্ছের চূড়ান্ত ভর্তি শেষেও আসন ফাঁকা, যে সিদ্ধান্ত জানালেন আহবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৯, ১২ আগস্ট ২০২৫

গুচ্ছের চূড়ান্ত ভর্তি শেষেও আসন ফাঁকা, যে সিদ্ধান্ত জানালেন আহবা

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি শেষে ফাঁকা আসন পূরণে সম্ভাব্য সিদ্ধান্তের কথা জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। মাইগ্রেশন বন্ধ রেখে অপেক্ষমান তালিকা থেকে মেধানুযায়ী শিক্ষার্থী ডেকে ভর্তি করানো হবে বলে জানিয়েছেন তিনি।

ফাঁকা আসন পূরণে টেকনিক্যাল কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন,  খুব শিগগিরই গুচ্ছের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, দুই-এক দিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে। 

আলোচনায় বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাবজেক্ট বণ্টনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, মাইগ্রেশন বন্ধ রেখে অপেক্ষমান তালিকা থেকে মেধানুযায়ী শিক্ষার্থী ডেকে ভর্তি করানো হবে । এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হবে। যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদের ভর্তি সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।

জানা গেছে, গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলোতেই কিছু আসন ফাঁকা রয়েছে। তবে সংখ্যাটি খুব বেশি নয়।

সর্বশেষ