
রাজধানীর বাজারে বেশির ভাগ সবজির দাম কেজিতে কমেছে ২০-৩০ টাকা। তবে দুই একটি সবজির দর এখনও চড়া। বিক্রেতারা বলছেন, গ্রীষ্মকালীন সবজি বাজারে পুরোপুরি আসলেই আরও কমবে দাম। শুক্রবার (১৬ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে আজ বাজারে টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, বেগুন ৫০-৬০ টাকা, করলা ৪০ টাকা, পটল ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদিও পেপে ৬০-৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিলো ১০০ টাকা ।
সাপ্তাহিক ছুটির দিনে রজনীর শান্তিনগর বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় আজকের বাজারে সবজির দাম কিছুটা কম পেলাম। মাঝখানে সবজির দাম খুব বাড়তি হয়ে গিয়েছিল, বাজারে সে সময় ৮০ টাকা ১০০ টাকার নিচে বলতে গেলে সবজিই ছিল না। সেই তুলনায় আজ বাজার কিছুটা কম। ৫০ থেকে ৬০ টাকার ঘরে বাজারের সবজিগুলো আজ পাওয়া যাচ্ছে। তবে দুই একটি সবজি এখনও ৮০ টাকা, ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে স্থিতিশীল রয়েছে মাছ মাংসের দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায় তেলাপিয়া প্রতিকেজি ২২০-২৫০ টাকা, পাঙ্গাশ ২০০-২৫০ টাকা, রুই ৩৫০-৪০০ টাকা, কৈ ৩০০-৩২০ টাকা ও পাবদা ৪০০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে