
দেশের কৃষি খাতে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে গ্রো গ্রেইন লিমিটেড। ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠানটি কৃষকদের জীবনমান উন্নয়ন এবং খামারিদের আয়ের উৎস বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি আর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়ে সফলভাবে কৃষি উদ্যোগ তৈরি করছে।
গ্রো গ্রেইন লিমিটেডের মূল লক্ষ্য—খামারিদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা। এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৮৮০ জন খামারির জীবন পরিবর্তনের সাক্ষী হয়েছে। কৃষকদের জন্য তারা প্রশিক্ষণ, পরামর্শ ও পশু চিকিৎসা সেবা নিশ্চিত করছে, যাতে খামারিরা কম খরচে বেশি লাভ পায়। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত উন্নত জাতের গরু যেমন: দেশীয় হলুদ শুঁট, পাহাড়ি শুঁট, বগুড়ার স্পেশাল জিয়া মার্ক শুঁট ইতোমধ্যেই দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
গ্রো গ্রেইন লিমিটেডের শরীরাই বোর্ডের প্রধান মুখপাত্র মোহাম্মদ ওয়ালীউল্লাহ বলেন, "আমরা কৃষক ও খামারিদের সব সমস্যার স্থায়ী সমাধান দিতে চাই। সঠিক প্রযুক্তি ও পুষ্টি নিশ্চিত করে দুধ এবং মাংস উৎপাদন দ্বিগুণ করা আমাদের লক্ষ্য।" প্রতিষ্ঠানটি নিয়মিত খামারিদের শরীরাই পরীক্ষার মাধ্যমে দুধ উৎপাদন ও গরুর স্বাস্থ্যের মান যাচাই করে থাকে, যা খামারিদের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়াও, গ্রো গ্রেইন লিমিটেডের কৃষি কর্মকর্তা মজুমদার ফজলুল হক বলেন, “খামারিদের শুধু আর্থিক সহায়তা নয়, প্রযুক্তিগত নির্দেশনাও দিতে হবে। আমরা মাটি তৈরি থেকে ফসল বাজারজাতকরণ পর্যন্ত খামারিদের পাশে আছি।” ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ২২১টি কৃষি উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সফল প্রকল্প বাস্তবায়ন করেছে।
এক কৃষকের অনুপ্রেরণাদায়ক গল্প উঠে এসেছে বগুড়া জেলার শেরপুরের মিয়া মিয়ার মাধ্যমে। তিনি বললেন, “গ্রো গ্রেইনের পরামর্শ মেনে গরু পালন শুরু করি। এখন আমার খামারে ৪টি গরু আছে, দুইটা দুধ দেয়।” একসময় এই কৃষক ছিলেন নিঃস্ব, আজ তিনি স্বপ্ন দেখতে শিখেছেন বড় খামার গড়ে তোলার।
গ্রো গ্রেইন লিমিটেডের এই সাফল্য প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা ও প্রযুক্তি থাকলে বাংলাদেশের কৃষি খাত শুধু দেশের খাদ্য চাহিদা পূরণ করবে না, বরং বিশ্ব বাজারেও প্রতিযোগিতায় এগিয়ে যাবে।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে