ঢাকা   শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬
১৬ মাঘ ১৪৩২, ১১ শা'বান ১৪৪৭

রাজধানীতে কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ জানুয়ারি ২০২৬

রাজধানীতে কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।