ঢাকা   সোমবার
১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২, ১৪ জ্বিলকদ ১৪৪৬

‘চরম অপমানের মুখে মোদির রাজনৈতিক ভবিষ্যৎ শেষের পথে’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ১২ মে ২০২৫

‘চরম অপমানের মুখে মোদির রাজনৈতিক ভবিষ্যৎ শেষের পথে’

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান দাবি করেছেন, পাকিস্তানের কঠোর জবাবের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিকভাবে চরম অপমানের মুখে পড়েছেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন শেষের পথে।

গতকাল রোববার (১১ মে) পেশোয়ারে ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মাওলানা ফজল বলেন, পাহেলগাম হামলাকে মোদি রাজনৈতিক স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তানকে কোণঠাসা করার তার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পাহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এরপর ভারত দায় চাপিয়ে দেয় পাকিস্তানের ওপর এবং ৭ মে পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালায়। ৯ মে চালানো হয় ড্রোন হামলা, আর ১০ মে ভোরে পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটিকে টার্গেট করা হয়।

এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান সশস্ত্র বাহিনী শুরু করে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’—এক অভাবনীয় পাল্টা হামলা যা ভারতকে হতচকিত করে দেয়। পরে ১০ মে সন্ধ্যায় ভারত যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয়।

এই প্রসঙ্গে মাওলানা ফজল বলেন, ‘পাকিস্তান কোনো আগ্রাসন করেনি, বরং ভারতের আগ্রাসনের জবাবে প্রতিরোধ গড়ে তুলেছে। মোদি যদি একটিও রকেট ছোড়েন, আমরা ১০০টি রকেট ছোড়ার জন্য প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‘পাহেলগাম ঘটনা দিয়ে পাকিস্তানকে কলঙ্কিত করতে চেয়েছিল ভারত। কিন্তু মোদির সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন আন্তর্জাতিকভাবে অপমানিত হয়ে তার দিন গণনা শুরু হয়েছে।’

এছাড়াও তিনি বলেন, পাহেলগামের ঘটনার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে, যা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন। তার মতে, এই চুক্তির আওতায় তিনটি নদী ভারতের এবং দুটি পাকিস্তানের হাতে ছিল।

‘তবে যদি ভারত এই চুক্তি বাতিল করে, তাহলে আমরা পাঁচটি নদীর ওপরই অধিকার প্রতিষ্ঠা করব। ভারতের পানিসন্ত্রাসের জবাবও দিতে হবে তাকে,’ বলেন তিনি।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে

 

সর্বশেষ