ঢাকা   বুধবার
১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

কিশোরগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে সাতজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫১, ১১ মে ২০২৫

কিশোরগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে সাতজনের মৃত্যু

দেশের দুই জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। রোববার (১১ মে) বিকেলে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই কৃষক এবং সবাই মাঠে কাজ করছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় চারজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন চারজন। নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন আব্দুর রাজ্জাক (৩৫)। একই উপজেলার গোকর্ণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়। এদিকে, আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের নিজ জমিতে খড় গোছানোর সময় বজ্রপাতে মারা যান শেখ সেলিম মিয়া (৬০) ও জামির খাঁ (২২)।

নাসিরনগর থানার ওসি খাইরুল আলম ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোরগঞ্জে তিনজন নিহত
একইদিন বিকেলে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে নিহত হয়েছেন আরও তিনজন। ভৈরবের রসুলপুর গ্রামের কৃষক ফারুক মিয়া (৬০), শ্রীনগরের ফয়সাল মিয়া (২৮), এবং কুলিয়ারচরের হাজারী নগরের শিক্ষার্থী কবির হোসেন (১৭) বজ্রপাতে মারা যান। তারা সবাই হাওর ও জমিতে কাজ করছিলেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা জুই জানান, বজ্রপাতে আহত তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে

 

সর্বশেষ