ঢাকা   শনিবার
১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

পাকিস্তানের সিয়ালকোটে ব্যাপক সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ১০ মে ২০২৫

পাকিস্তানের সিয়ালকোটে ব্যাপক সংঘর্ষ

ভারতের 'অপারেশন সিন্দুর' এর বদলা হিসেবে 'অপারেশন বানিয়ান মারসুস' শুরু করেছে। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। 

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সিয়ালকোট শহরে বিরোধপূর্ণ সীমান্তের কাছে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। 

দেশটি জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় তারা অন্তত ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া লাহোর ও করাচির বাসিন্দারাও গত কয়েক ঘণ্টায় ঘনবসতিপূর্ণ এলাকার কাছে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে। 

কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তান শাহবাজ শরিফ কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তান শাহবাজ শরিফ 
যুক্তরাষ্ট্র, ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা এরই মধ্যে পরিস্থিতি শান্ত করার বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পাকিস্তান জানিয়েছে, তারা এই হামলার মুখে নীরব থাকতে পারে না।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে

 

 

সর্বশেষ