ঢাকা   বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫
১২ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য

agri24.tv

প্রকাশিত: ১৪:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৪

গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় মাছের ঘেরের আইলে অমৌসুমে তরমুজ চাষ করে লাভবান হয়েছেন অনেক কৃষক।

উপজেলার লখপুর ইউনিয়নের বল্পভপুর গ্রামের কৃষক মো. রাজু মোড়ল জানান, তিনি মৎস্যঘেরের আইলে অমৌসুমি তরমুজ চাষ করেছেন। প্রতিটা তরমুজের ওজন আড়াই থেকে সাড়ে তিন কেজি হয়েছে। তিনি চলতি বর্ষা মৌসুমে ঘেরের আইলে এই তরমুজ চাষের পাশাপাশি ড্রাগন কিং ও মার্সোলো চাষ করেছেন।

এর মধ্যে তরমুজ চাষে তাঁর প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। এরই মধ্যে তিনি তরমুজ বিক্রি শুরু করেছেন। অন্যান্য ফসল শিগগিরই বাজারে বিক্রি করতে পারবেন বলে জানান। তিনি দেড় লক্ষাধিক টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
রাজু মোড়লের মতো বিভিন্ন ইউনিয়নে অনেক কৃষক অমৌসুমি তরমুজ চাষ করেছেন।

কয়েকজন কৃষক জানান, এসএসিপির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কৃষি বিষয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে একই জমিতে বছরব্যাপী বিভিন্ন ধরনের সবজি চাষ করতে উদ্বুদ্ধ হয়েছেন। এবার কৃষি কর্মকর্তাদের পরামর্শে তাঁরা মৎস্যঘেরের আইলে অমৌসুমি তরমুজ চাষ করেছেন।

লখপুর ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ গাইন ও জয়নাব খাতুন বলেন, ‘অমৌসুমে তরমুজ চাষ করে আমার ব্লকের চাষিরা উপকৃত ও স্বাবলম্বী হচ্ছেন।

অমৌসুমি তরমুজ হওয়ায় স্থানীয় বাজারে চাহিদাও ব্যাপক। উপজেলা কর্মকর্তা কৃষকদের নতুন নতুন সবজি এবং ফল চাষে আগ্রহ বাড়াতে আমাদের উৎসাহ জোগান। পাশাপাশি এসব চাষে তিনি সব ধরনের সহযোগিতা করেন।’

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘এই অঞ্চলের মাটি তরমুজ, শসা, সামমাম চাষ করার জন্য বেশ উপযোগী। কৃষক রাজু মোড়লসহ উপজেলার অন্য ইউনিয়নেও অমৌসুমে তরমুজ চাষ শুরু হয়েছে।

তাঁদের বীজ ও প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা দেওয়া হয়েছে। আমাদের দেওয়া ভালো জাতের বীজের তরমুজ চাষের পাশাপাশি অন্যান্য সবজি চাষ করে থাকেন। এভাবে কৃষদের উদ্বুদ্ধ করতে পারলে এলাকার সব পতিত জমি ও ঘেরের বেড়িবাঁধে চাষাবাদের মাধ্যমে চাষিদের স্বাবলম্বী করে গড়ে তোলা যাবে।’