ঢাকা   সোমবার
১৫ সেপ্টেম্বর ২০২৫
৩০ ভাদ্র ১৪৩২, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

কাতারে ইসরায়েলি হামলা: দোহায় পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:০২, ১৪ সেপ্টেম্বর ২০২৫

কাতারে ইসরায়েলি হামলা: দোহায় পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে তৌহিদ হোসেন

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দোহায় আজ রোববার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ইসরায়েলের কাতার আক্রমণ নিয়ে আলোচনার জন্য আহ্বানকৃত জরুরি আরব-ইসলামিক সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন।

বৈঠকটির সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। এতে ওআইসি মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত বক্তব্য প্রদান করেন।

আজ সকালে কাতারে পৌঁছান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি দুই দিনব্যাপী এই জরুরি যৌথ আরব-ইসলামিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।

কাতার ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে এই জরুরি সম্মেলনের আয়োজন করেছে। মূল সম্মেলন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

সর্বশেষ