চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে নীলগাইসহ একাধিক প্রাণীর সংসারে এসেছে নতুন অতিথি। সম্প্রতি গাজীপুর সাফারি পার্ক থেকে আনা নীলগাই দম্পতির ঘরে জন্ম নিয়েছে একটি বাচ্চা। প্রায় দুই মাস বয়সী বাচ্চাটি বেষ্টনীর ভেতর মা-বাবার আদরে বড় হচ্ছে।
পার্ক সূত্রে জানা গেছে, গাজীপুর সাফারি পার্ক থেকে দেশের মহাবিপন্ন প্রজাতির দুটি নীলগাই (একটি পুরুষ ও একটি স্ত্রী) আনা হয়েছিল। তবে আনার সময় স্থানীয়দের হাতে আটক হয়ে আহত হয় স্ত্রী নীলগাই। পার্কে চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো যায়নি। পরে পার্ক কর্তৃপক্ষ আর একটি স্ত্রী নীলগাই সংগ্রহ করে। সেটি সম্প্রতি একটি বাচ্চা প্রসব করেছে।
নীলগাই বেষ্টনীর তত্ত্বাবধায়ক এরশাদ আলী বলেন, ‘গাজীপুর থেকে আনা নীলগাইটি ডুলাহাজারা সাফারি পার্কে এসে বাচ্চা দিয়েছে–এটা আমাদের জন্য আনন্দের বিষয়। প্রতিদিন বাচ্চা ও মা-বাবাকে নেপিয়ার ঘাস, সবজি ও ফলমূল খাওয়ানো হচ্ছে। পরিবারটি সুস্থ আছে।’
হারবাং থেকে বেড়াতে আসা নাজনীন আকতার বলেন, ‘ডুলাহাজারা সাফারি পার্ক শুধু চকরিয়ার নয়, সারা চট্টগ্রামের মানুষের বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র। তবে এই পার্কে আরও বেশি আকর্ষণীয় পশুপাখি থাকলে ভালো হতো। এত বড় পার্ক, প্রাণী কিন্তু খুব কম।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (রেঞ্জার) মনজুর আলম বলেন, ‘গত দেড় থেকে দুই মাসের মধ্যে পার্কে জলহস্তি, গয়াল (বনগরু), জেব্রা ও হরিণসহ বিভিন্ন প্রাণী বাচ্চা দিয়েছে। সব বাচ্চাই এখন সুস্থ ও সক্রিয়।’ তিনি আরও জানান, পাখি শ্রেণির মধ্যে ময়ূর ও বন মোরগের অর্ধশতাধিক ডিম থেকে বাচ্চা ফুটেছে। এসব নতুন পশুপাখি দর্শনার্থীদের আকৃষ্ট করছে।























