ঢাকা   মঙ্গলবার
০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

ভ্যাকসিন দেওয়ার পর চার ছাগলের মৃত্যু, অসুস্থ ৪ শতাধিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৯, ২৪ জুন ২০২৫

ভ্যাকসিন দেওয়ার পর চার ছাগলের মৃত্যু, অসুস্থ ৪ শতাধিক

ঝিনাইদহের মহেশপুরে পিপিআর ভ্যাকসিন দেওয়ার পরপরই ছাগলের মৃত্যু ও অসুস্থতার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ জুন) উপজেলার নওদাগ্রামে এই ঘটনা ঘটে। ইতিমধ্যে ৪টি ছাগল মারা গেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত সোমবার (১৬ জুন) সকালে মহেশপুর পৌরসভার নওদাগ্রামে মাইকিংয়ের মাধ্যমে বিনামূল্যে ছাগল গরুর পিপিআর ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করে ওয়েব ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও)।

ঘোষণার পর গ্রামের প্রায় চার শতাধিক ছাগলকে ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু ভ্যাকসিন দেওয়ার কিছুক্ষণ পরেই ছাগলগুলোর শরীরে পানি জমে যায়।

এরপর অনেক ছাগল দুর্বল হয়ে পড়ে খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং ঝিমিয়ে থাকে।

নওদা গ্রামের গৃহবধূ রেহেনা খাতুন জানান, তিনি এনজিও থেকে ঋণ নিয়ে দুইটি ছাগল কিনেছেন এবং আরো দুটি ছাগল পরিচর্যার জন্য নিয়েছিলেন।

ভ্যাকসিন দেওয়ার আগে ছাগলগুলো পুরোপুরি সুস্থ ছিল কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরেই দুটি ছাগল মারা গেছে। 
 
বাকি দুটি ছাগলও অসুস্থ হয়ে পড়েছে, তিনি আরো বলেন, আমার তো সর্বনাশ হয়ে গেল। ঋণের কিস্তি দেব কিভাবে। 

এলাকাবাসীর জানায়, ভ্যাকসিন দেওয়ার পর থেকেই প্রতিদিনই ছাগলের মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটছে। এখন গ্রামের প্রায় চার শতাধিক ছাগল গুরুতর অসুস্থ। 

অনেকেরই দাবি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করা হয়নি কিংবা মেয়াদউত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ চিকিৎসা ব্যবহার করা হয়ে থাকতে পারে। 

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি তারা দেখছেন।

ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি বা ব্যবহৃত টিকা পরীক্ষার জন্য ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

মহেশপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. নুর আলম কালের কণ্ঠকে বলেন, এলাকায় ছাগলের মৃত্যুর খবর পেয়েছি।

বিষয়টি তদন্ত করা হচ্ছে তবে সঠিক কারণ নিশ্চিত হতে সময় লাগবে। 

সর্বশেষ