ঢাকা   সোমবার
১৭ নভেম্বর ২০২৫
২ অগ্রাহায়ণ ১৪৩২, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:২০, ১৬ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। আজ রোববার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন অবস্থায় দুজন, ময়মনসিংহ বিভাগের হাসপাতালে দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন রয়েছেন।

এ নিয়ে অক্টোবরের প্রথম ১৬ দিনে ডেঙ্গুতে প্রাণহানি দাঁড়ালো ৫৮ জনে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩০০ জন এবং দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন আরও ২৮৬ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৪ হাজার ৯৯৭ জন রোগী দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে দেশে মৃত্যু হয়েছে ৩৩৬ জনের। 

গত অক্টোবরে সর্বোচ্চ ৮০ জনের মৃত্যু রেকর্ড করা হয়; ওই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২ হাজার ৫২০ জন রোগী। তার আগের মাস সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়। এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ জন। বর্তমানে অক্টোবরের অর্ধমাসেই ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩৫ জনে।

২০০০ সালে ঢাকায় প্রথম উল্লেখযোগ্যভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। সে বছর আক্রান্ত হন ৫ হাজার ৫৫১ জন এবং মৃত্যুবরণ করেন ৯৩ জন। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয় ২০২৩ সালে। সে বছর দেশে তিন লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

সর্বশেষ