ঢাকা   বুধবার
০৭ জানুয়ারি ২০২৬
২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

বিলে পলো বাওয়া উৎসবে মাতলেন গ্রামবাসী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৪, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৮:৩৬, ২ জানুয়ারি ২০২৬

বিলে পলো বাওয়া উৎসবে মাতলেন গ্রামবাসী

বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব। বৃহস্পতিবার উপজেলার গোয়াহরি গ্রামের দক্ষিণে বড়বিলে এই পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়। গোয়াহরি গ্রামবাসী এই পলো বাওয়া উৎসবকে বার্ষিক পলো উৎসব হিসেইে পালন করে থাকেন।

দিনব্যাপী পলো বাওয়া উৎসবে অংশ নিতে সকাল ৮টা থেকে গোয়াহরি গ্রামের শৌখিন মাছ শিকারিরা বিলের এলাকায় জমায়েত হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিল এলাকায় লোকসমাগমও বাড়তে থাকে। পূর্বনির্ধারিত সময় সকাল ১০টায় একসঙ্গে পলো নিয়ে বিলে নামেন দুই শতাধিক শৌখিন মাছ শিকারি। বিকেল ৩টা পর্যন্ত চলে এই উৎসব। এ সময় মাছ ধরার দৃশ্য উপভোগ করতে বিল এলাকায় ভিড় করেন শত শত মানুষ।

গোয়াহরি গ্রামের ইকবাল হোসেন, রেজাউল করিম, আব্দুর রবসহ অনেকে জানান, এবার পানি কম থাকা ও কচুরিপানা না থাকায় মাছ নিয়ে আনন্দে বাড়ি ফিরতে পেরেছেন অনেকে। অন্যান্য বছরের তুলনায় এবার তারা বেশি পরিমাণে মাছ শিকার করতে পেরেছেন; বোয়াল, শোল, গজার, রুই, মৃগেল, কার্প জাতের মাছ বেশি ধরা পড়েছে।

প্রবীণ মাছ শিকারি তৈমুছ আলী বলেন, বিলটি ভরাট হয়ে যাওয়ায় আগের মতো মাছ পাওয়া যায়না। দীর্ঘদিন পর আবারও পলো বাওয়া উৎসবে যোগ দিতে পেরে খুব আনন্দ পেয়েছেন তিনি।

সর্বশেষ