ঢাকা   বৃহস্পতিবার
২২ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ জ্বিলকদ ১৪৪৬

শেকৃবি সাদা দলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ১৫:৫২, ১৯ মে ২০২৫

শেকৃবি সাদা দলের নতুন কমিটি ঘোষণা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন সাদা দলের ২০২৪-২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কৃষি সম্প্রসারণ ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার সভাপতি এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সাদা দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গঠিত একটি অনুসন্ধান কমিটি এই তালিকা চূড়ান্ত করেছে।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন:

  • সহ-সভাপতি: অধ্যাপক মো. মিজানুর রহমান সরকার (কৃষি পরিসংখ্যান বিভাগ) এবং অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব ইসলাম (কৃষি উদ্ভিদবিজ্ঞান বিভাগ)।
  • কোষাধ্যক্ষ: অধ্যাপক মো. আব্দুল লতিফ (কৃষি পরিসংখ্যান বিভাগ)।
  • যুগ্ম সাধারণ সম্পাদক: অধ্যাপক ড. আশরাফী হোসেন (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ) এবং অধ্যাপক ড. জসিম উদ্দিন (উদ্যানতত্ত্ব বিভাগ)।
  • যুগ্ম কোষাধ্যক্ষ: অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী (কৃষি রসায়ন বিভাগ)।
  • সাংগঠনিক সম্পাদক: অধ্যাপক ড. মো. আব্দুলাহেল বাকী (কৃষিতত্ত্ব বিভাগ)।
  • যুগ্ম সাংগঠনিক সম্পাদক: অধ্যাপক ড. খাদিজা আক্তার (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ)।
  • প্রচার সম্পাদক: অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির (উদ্যানতত্ত্ব বিভাগ)।
  • যুগ্ম প্রচার সম্পাদক: অধ্যাপক ড. এস. এম. মিজানুর রহমান (কীটতত্ত্ব বিভাগ)।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. রজ্জব আলী (কীটতত্ত্ব বিভাগ), মো. নূরউদ্দীন মিয়া (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), ড. এফ, এম. আমিনুজ্জামান (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ), ড. জামিলুর রহমান (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ), ড. মোহাম্মদ সাইফুল ইসলাম (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ), ড. মো. জাহাঙ্গীর আলম (এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগ), ড. মো. জাহিদুর রহমান (উদ্যানতত্ত্ব বিভাগ), ড. মো. আব্দুর রহিম (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ) এবং ড. মোহাম্মদ জামশেদ আলম (কৃষি সম্প্রসারণ ও তথ্য ব্যবস্থা বিভাগ)।