ঢাকা   বৃহস্পতিবার
২২ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ জ্বিলকদ ১৪৪৬

সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি সাদা দলের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ১৮ মে ২০২৫

সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদে‌র সংগঠন সাদা দল। 

নির্ধারিত এই সম‌য়ের মধ্যে সাম‌্য হত্যার প্রকৃত খুনিকে না বের কর‌তে পারলে তারা ক‌ঠোর আন্দোল‌নে যাবে ব‌লে জানিয়েছেন সংগঠনের নেতারা। 

আজ রোববার (১৮ মে) বেলা সাড়ে এগা‌রোটার দি‌কে ঢা‌বির অপরাজেয় বাংলার পাদদেশে আ‌য়োজিত এক মানববন্ধনে এ আল্টিমেটাম দেওয়া হয়। 

এ সময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম‌্য মারা যায়নি, হত্যা করা হ‌য়ে‌ছে। সাম্য হত্যার আজ পাঁচ দিন পূর্ণ হল। এই পাঁচ দিনে আমরা একটি আইওয়াশ এরেস্ট দেখেছি যা আমরা মানতে বাধ্য না। সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীকে সেটি বের করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি। 

তিনি আরও বলেন, আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি এর মধ্যে যদি সাম্য হত্যার প্রকৃত খুনিকে খুঁজে বের করা না হয় তাহলে আমরা আরও জোরালো আন্দোলনে যাব। 

অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, আমরা কোনো ব্যক্তি স্বার্থে কাজ করবো না। সাম্য হত্যার মো‌টিভকে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে একটি গ্রুপ। আগে সাম্য হত্যার বিচার হবে তারপর আমরা অন্য আলাপ করব। বিগত ২ মাস আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হত্যা করা হ‌য়ে‌ছে। সেই হত্যারও বিচার হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হত্যা হ‌য়ে‌ছে। বিচার হয়নি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন‌কে বল‌বো সাম‌্য হত্যার বিচার থেকে শুরু করেন। 

সরকারের উদ্দেশে তিনি বলেন, এই নয় মাস সংস্কারের বুলি আওরাচ্ছে সরকার। কিন্তু কোনো অগ্রগতি দেখতেছি না। শুধু গুম, খুন, আমরা নিরাপত্তা হীনতায় ভোগ‌তে‌ছি। কোনো রকমের সিকিউরিটি সরকার দি‌তে পারছে না। সরকার‌কে বল‌বো আগে দেশ‌কে ভা‌লোবা‌সেন। দেশের জন্য কাজ করেন। খারাপ উদ্দেশে নি‌য়ে কোনো সরকার টিকতে পারেনি। আপনারাও পারবেন না। 

তিনি আরও বলেন, দেশের জন্য কাজ করেন আমরা সবাই আপনার পাশে থাক‌বো। দেশের জন্য কাজ না করলে আমরা রাজপথে নাম‌তে বাধ্য হ‌বো। দেশ‌কে অরাজক পরিস্থিতির মধ্যে নি‌য়ে আসছেন আপনারা। সাম্যকে অন্তত টা‌র্গেটেড কিলিং করা হ‌য়ে‌ছে। তা‌কে যেভাবে আঘাত করা হ‌য়ে‌ছে আমরা সাধারণ লোক সেভাবে আঘাত কর‌তে পার‌বো না। প্রকৃত খুনিকে বের কর‌তে হবে। বিচার কর‌তে হবে।