ঢাকা   বৃহস্পতিবার
১৫ মে ২০২৫
৩১ চৈত্র ১৪৩২, ১৭ জ্বিলকদ ১৪৪৬

৩ দফা দাবিতে রাত রাস্তায় রাত কাটছে জবির শিক্ষক-শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫২, ১৫ মে ২০২৫

৩ দফা দাবিতে রাত রাস্তায় রাত কাটছে জবির শিক্ষক-শিক্ষার্থীদের

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রাস্তার মাঝে কেউ শুয়ে আছেন, কেউ বসে। কেউ আবার গান গাইছেন। হাতে তালি দিয়ে কেউ অন্যকে উজ্জীবিত রাখছেন। কেউ আবার মেতেছে খোশগল্পে। কেউ দিচ্ছে স্লোগান, এভাবেই কাকরাইল মসজিদের সামনে ৩ দফা দাবিতে রাত কাটাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। 

বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে কাকরাইল মোড়ে মসজিদের সামনে এভাবেই কর্মসূচিতে পালন করতে দেখা যায়। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অবস্থান কর্মসূচিতে রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, শিবির, ছাত্রঅধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী সেখানে অবস্থান করছে। 

জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে সব ক্রিয়াশীল সংগঠনের পাশাপাশি ছাত্রদলও আন্দোলনে আছে। কাকরাইল মসজিদের ভেতর প্রায় ৫ শতাধিক আর বাইরে রাস্তায় অসংখ্য ছেলেপিলে অবস্থান করছে। তারা বিপ্লবের গান করে সময় পার করছে। রাস্তায় যখন নেমেছি, রাস্তা থেকেই সব দাবির ফয়সালা হবে।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব বলেন, ‘যেহেতু রাজপথে আমরা নেমেছি, অধিকার আদায় না করে আমরা ফিরব না। মার যখন খেয়েছিম মার আরও খাব; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায়ের আমরা আছি। 

শিক্ষার্থীদের সঙ্গে রাতে রাস্তায় আছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরাও। রাত ৪টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা ঘোষণা করে অবস্থান করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন ও ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভুইয়া। শিক্ষার্থীদের সঙ্গে সারা রাত তারা রাস্তায় সময় পার করেন। 

অধ্যাপক ড. মোশাররফ বলেন, ‘আমার শিক্ষার্থীরা এখানে আছে, এজন্য আমিও আছি। আমার ছেলেদের রেখে আমি যেতে পারি না। আমাদের দাবি যৌক্তিক।’ 

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো-

আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে

 

সর্বশেষ