ঢাকা   মঙ্গলবার
১৮ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

শেকৃবিতে শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতারের আয়োজন করালো ছাত্রশিবির

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৯, ১০ মার্চ ২০২৫

আপডেট: ১৪:২১, ১০ মার্চ ২০২৫

শেকৃবিতে শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতারের আয়োজন করালো ছাত্রশিবির

সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতারের আয়োজন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রশিবির। এতে অংশ নেন এক হাজার ২০০ এর অধিক শিক্ষার্থী।

শেকৃবি ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ইফতার কর্মসূচি ছাত্রশিবিরের দাওয়াত কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে পরিচালিত হয়। রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তিনটি পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পুরুষ শিক্ষার্থীদের জন্য একটি বুথ স্থাপন করা হয়। এছাড়া, নারী শিক্ষার্থীদের জন্য বেগম রোকেয়া হল ও অপরাজিতা ২৪ হলের সামনে আরও দুটি বুথ থেকে ইফতার বিতরণ করা হয়।

ইফতার গ্রহণ করা একজন শিক্ষার্থী বলেন, আজকের বারাকাহ ইফতার কর্মসূচি অনবদ্য একটি আয়োজন। এ ধরনের আয়োজন বিগত বছরগুলোতে আমরা দেখি নি। এত বড় পরিসরে, এত শিক্ষার্থীদের সমাগম আমরা এর আগে বিশ্ববিদ্যালয়ে দেখিনি। এত মানুষ একসাথে ইফতার নিচ্ছে, বিষয়টি অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা দেখছি যে লিফলেটও বিতরণ করা হচ্ছে, যেখানে কোরআন প্রতিযোগিতার‌ আয়োজন দেখতে পাচ্ছি। এটিও শিক্ষার্থীদের ইসলাম চর্চা কিংবা ইসলামকে জানার একটা জায়গা তৈরি করে।

বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, আজকে খুবই আনন্দিত যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আমাদের ভাইদেরকে ইফতার করাতে পারছি। আমাদের সাধ্যমতো ১২০০ জনের মতো আয়োজন করেছিলাম। আমাদের ক্যাম্পাসে যারা আছে মোটামুটি সবাই এসেছে। এখানে যারা এসেছে সবাই ছাত্রশিবিরকে ভালোবেসে এসেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভাইদেরকে ইফতার দেয়ার জন্য। চাহিদার চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী আসায় আমরা বাইরে থেকে ইফতার নিয়ে দেয়ার চেষ্টা করছি। এই আয়োজনের মাধ্যমে এটা বুঝতে পেরেছি হাজারো জনতা ছাত্রশিবিরকে ভালোবাসে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।

 

সর্বশেষ