
গ্রীষ্মকালীন টমেটো চাষে অথবা আগাম শীতকালীন টমেটো চাষীদের একটি কমন সমস্যা হলো; টমেটোর ব্লজম এন্ড রট রোগ (Calcium Deficiency Rot)। কৃষক ভাইয়ের না বুঝেই অযথা হাজার হাজার টাকার ছত্রাকনাশক স্প্রে করে থাকেন কিন্তু সমস্যা সমাধান হয়না বরং সঠিক তথ্য না জানার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। কৃষকেরা যেন ক্ষতিগ্রস্ত না হন সে জন্যই আমার এই লেখায়, আশাকরি কৃষকরা উপকৃত হবেন।
রোগের লক্ষণ:
১.টমেটোর তলায় একটি কালো দাগ দেখা যায়। ২. প্রাথমিক পর্যায়ে এটি হালকা সবুজ থাকে। ৩. টমেটো বড় হওয়ার সাথে সাথে দাগ বাদামী ও কালো হয়ে সংকুচিত হয়ে যায়। ৪. অবশেষে ফলের তলভাগের অভ্যন্তরে কালো পচন দেখা যায়।
ক্ষতির পরিমাণ:
এই রোগের ফলে টমেটো খাওয়ার অনুপযোগী হয়ে যায় এবং ১০০% ক্ষতি হতে পারে।
জৈব_পদ্ধতিতে নিয়ন্ত্রণ:
১.ক্যালসিয়াম সমৃদ্ধ পদার্থ যেমন পোড়া চুন অথবা ডলোমাইট অথবা জিপসাম AEZ অনুসারে মাটিতে ব্যবহার করুন । ২. পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করুন। ৩. মৃত্তিকা পরীক্ষা করে সুষম মাত্রায় সার প্রয়োগ করুন ।
রাসায়নিক পদ্ধতিতে_নিয়ন্ত্রণ:
১. সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ২. জরুরি প্রয়োজনে ক্যালসিয়াম ক্লোরাইড পাতায় স্প্রে করুন কিন্তু বারবার কিংবা অতিরিক্ত পরিমাণে ব্যবহার পরিহার করুন। ৩. গ্রীনক্যাল প্রতি লিটার পানিতে ৫-৬ গ্রাম হারে মিশিয়ে গাছে স্প্রে করেও ভালো ফলাফল পাওয়া যাবে।
প্রতিরোধমূলক_ব্যবস্থা:
১.মাটির pH মাত্রাকে নিয়ন্ত্রণ করুন, যেমন জমিতে ডলোচুন প্রয়োগ করা। ২. মাটির আর্দ্রতা ধরে রাখতে মালচিং ব্যবহার করুন।৩. অতিরিক্ত ডিএপি সারের উপরি প্রয়োগ কম করুন ৪. চাষের শুরুতে জৈব সার ব্যবহার করুন । ৫. মৃত্তিকা পরীক্ষা করে ফসল চাষ করুন।
লেখক: কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ , ঢাকা।