ঢাকা   বুধবার
০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২, ০৮ জ্বিলকদ ১৪৪৬

বিনাধান-২৪: বেশি ফলন ও বীজ সংরক্ষণ সুবিধায় ঝুঁকছেন কৃষক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৭, ৬ মে ২০২৫

বিনাধান-২৪: বেশি ফলন ও বীজ সংরক্ষণ সুবিধায় ঝুঁকছেন কৃষক

বিনাধান-২৪। বেশি ফলন হয়, যার পরিমাণ হাইব্রিডের কাছাকাছি। এছাড়া বীজ সংরক্ষণ সুবিধা থাকায় কৃষক উচ্চ মূল্য দিয়ে প্রতিবছর কিনতে হবে না। এছাড়া এই ধানের জীবনকাল কম। তাই এই ধান চাষে কৃষকরা ঝুঁকছেন। 

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র কুমিল্লার উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বুড়িচং উপজেলার রামপুরে আয়োজিত মাঠ দিবসে এই তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: হাসানুজ্জামান রনি, বুড়িচং উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. আফরিণা আক্তার ও বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা শামস-আল-মাহমুদ।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে