ঢাকা   শনিবার
০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২, ০৫ জ্বিলকদ ১৪৪৬

জিআই স্বীকৃতি পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩০, ২ মে ২০২৫

জিআই স্বীকৃতি পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির। বুধবার রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। 

অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও পনিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেয়া হয়।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী অভিনেত্রী ও সংগীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি)।

অষ্টগ্রামের পনির প্রস্ততকারক নিশান মিয়া জানান, তার পনির দেশ বিদেশে রপ্তানি হয়। এসকল পনির পর্যটকরা এসে কিনে নিয়ে যায়। সরকারের মন্ত্রী এমপিরাও অষ্টগ্রাম থেকে পনির নিয়ে যান। 

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এ জেলার কৃষি ও খাদ্যশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এতে স্থানীয় এ দুটি পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে

সর্বশেষ