ঢাকা   বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

সীমান্তে ১৩ ভারতীয় গরু জব্দ করলো বিজিবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৪, ১ নভেম্বর ২০২৫

সীমান্তে ১৩ ভারতীয় গরু জব্দ করলো বিজিবি

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকা থেকে ১৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ১ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দত্তগ্রাম বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার দিকে দত্তগ্রাম বিওপির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৮৫২/১৭ নং পিলারের লইয়ারচক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩টি গরু আটক করা হয়।

এ এস এম জাকারিয়া জানান, গরুগুলো আটক হওয়ার পর স্থানীয় একটি চোরাকারবারি চক্র এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গরুগুলো নিজেদের দাবি করে নেয়ার চেষ্টা চালাচ্ছে।

তবে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সতর্ক রয়েছে এবং কঠোর অবস্থানে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।