ঢাকা   বৃহস্পতিবার
২২ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ জ্বিলকদ ১৪৪৬

শেরপুরে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল দুজনের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৬, ২১ মে ২০২৫

শেরপুরে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল দুজনের

শেরপুরে ঝিনাইগাতীর গজনী বীট এলাকায় বন্যহাতির আক্রমণে দেড় ঘণ্টার ব্যবধানে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে দরবেশেরচালা ও গজনী চৌরাস্তার মোড় নামের পৃথক জায়গায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন দরবেশচালা এলাকার আব্দুল হাকিমের ছেলে কৃষক আজিজুর রহমান আকাশ (৪৫) এবং গজনী এলাকার গারো শ্রমিক ফিলিস মারাক (৪২)।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্যহাতির তাণ্ডব থেকে পাকা বোরো ধানক্ষেত রক্ষা করতে গিয়ে তারা উন্মত্ত হাতির আক্রমণের শিকার হন। হাতির পায়ে পিষ্ট হয়ে তাদের নাড়ি-ভুঁড়ি বিচ্ছিন্ন হয়ে গেছে।