ঢাকা   বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫
১২ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৬, ২৫ নভেম্বর ২০২৫

শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫

রাজধানীর শাহবাগে লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত ৪৭তম বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন পরীক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে আহত অবস্থায় হাসপাতালে আসেন শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৬), আবরার শাহরিয়ার উল্লাস (২৮) ও রিয়াজ (২৭)। তাদের মধ্যে শাহিনুরের মাথায় লাঠির আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, “সন্ধ্যার দিকে শাহবাগ থেকে পাঁচজন বিসিএস প্রার্থী আহত হয়ে আসে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।”

আহতদের দাবি, দুপুর ১২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। শাহবাগে পৌঁছালে পুলিশ সামনে যেতে বাধা দেয়। পরে আন্দোলনকারীরা এগিয়ে যেতে চাইলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। এতে বহু পরীক্ষার্থী আহত হন।

প্রার্থীদের অভিযোগ, আগের বিসিএস পরীক্ষায় লিখিত প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও এবার তাদের হাতে মাত্র ৫০ দিন সময় রাখা হয়েছে—যা অযৌক্তিক। তারা ২৭ নভেম্বরের নির্ধারিত লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানান। পরীক্ষা পেছানো না হলে ব্লকেডসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

এর আগে দুপুরে শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। বাধা পেয়ে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা।

ইতোমধ্যে লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রার্থীরা স্মারকলিপি, মিছিল, অবরোধ, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। রাজশাহী, খুলনা, ময়মনসিংহে রেলপথ এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধও করেন তারা। তারিখ না পেছালে পরীক্ষাবর্জনের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে পিএসসির ঘোষণা অনুযায়ী আগামি ২৭ নভেম্বর থেকেই দেশের আটটি কেন্দ্রে—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে—একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসনবিন্যাসসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পিএসসি দাবি করেছে, “মাত্র দুই মাস সময় পাওয়া” তথ্যটি সঠিক নয়। গত ৩ জুনই লিখিত পরীক্ষার সময়সূচি জানানো হয়েছিল, ফলে পরীক্ষার্থীরা প্রায় ছয় মাস প্রস্তুতির সুযোগ পেয়েছেন। নির্ধারিত তারিখেই পরীক্ষা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পিএসসি চেয়ারম্যান।