ঢাকা   বুধবার
২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানালো পিএসসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৫, ১৩ এপ্রিল ২০২৫

চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানালো পিএসসি

প্রার্থীদের দাবির মধ্যে চার বিসিএস পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

রোববার দুপুরে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল এবং ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল জুন মাসের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে শুরু হবে। শেষ হবে ৭ জুলাই।

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী যারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেবেন তাদের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত স্থগিত থাকবে। ১৬ জুনের পর এ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

আর ২৭ জুনের পরিবর্তে ৮ অগাস্ট নেওয়া হবে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

জট নিরসনে ৪৪ থেকে ৪৭ পর্যন্ত চার বিসিএসের রোডম্যাপ দাবি করে ৬ এপ্রিল অবস্থান কর্মসূচি শেষে পিএসসিকে একটি স্মারকলিপি দিয়েছিলেন প্রার্থীরা। দ্রুত এই ‘রোডম্যাপ’ না দিলে ফের আন্দোলনে নামার হুমকিও দেন তারা।

প্রার্থীরা বলেছিলেন, ‎৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা মে মাসের মধ্যে শেষ করে চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ৪৬ এর লিখিত পরীক্ষার শুরু করতে হবে।

৭ এপ্রিল ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে এবং ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি ফের জানিয়েছিলেন প্রার্থীরা।

কমিশন বলছে, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা আগামী ৮ থেকে ১৯ মের মধ্যে এবং পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে  

সর্বশেষ