
ফসলের ন্যায্য দাম নির্ধারণ, বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। আমসহ অন্যান্য ফলের ওপর সরকারের নতুন করে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ভ্যাট আরোপের কারণে হঠাৎ করে টমেটো কেনা বন্ধ করে দিয়েছে প্রক্রিয়াজাত কোম্পানিগুলো। ফলে জমির টমেটো বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন তারা।
চাষিরা বলেন, আমাদের কৃষি পণ্যের উপর ভ্যাট দেয়ার কারণে টমেটোগুলো বিক্রি হচ্ছে না। বিভিন্ন কোম্পানি আছে তারা আমাদের টমেটোগুলো ক্রয় করছে না। জমিতে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে ব্যাপক পরিমাণে লস হচ্ছে। এক বিঘা ফসল করতে আমাদের ৭০ হাজার টাকা লাগে। জমির দাম, বীজের দাম, সারের দাম দিয়ে আমরা এক বিঘা জমি থেকে পাচ্ছি ৩০ হাজার টাকা।
নাটোর জেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, যেসব মহল আছে, যারা দাম নির্ধারণের জন্য কাজ করে থাকে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা যাতে কৃষকের পাশে দাঁড়াতে পারি, এ জন্য চেষ্টা করে যাচ্ছি।
কৃষকদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন।